ক) সেবার ধরণ : সামাজিক বনায়নের লভ্যাংশ বিতরণ, বিনামূল্যে/সরকারী মূল্যে চারা বিতরণ, সামাজিক বনায়ন, করাত কল, ফার্ণিচার মার্ট ও কাঠের ডিপো স্থাপনের লাইসেন্স প্রদান, চলাচল পাশ প্রদান, জোত পারমিট প্রদান, টেন্ডারের মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ বন বাগান বিক্রয় ।
খ) সেবা পাইবার উপায়: বিট কার্যালয়ে আবেদনের মাধ্যমে।
গ) সেবার বিবরণ : ইতিপূর্বে উল্লেখিত ।
ঘ) সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
রেঞ্জ কর্মকর্তা এবং ক্ষেত্র বিশেষে বিট কর্মকর্তা।
ঙ) অভিযোগঃ রেঞ্জ কর্মকর্তা ক্ষেত্র বিশেষ বিভাগীয় বন কর্মকর্তা ।